জানা গেছে Apple iPhone 13 সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি, পাওয়া যাবে অসাধারণ পাওয়ার ব্যাকআপ
এই বছর সেপ্টেম্বর মাসে অ্যাপেলের আপকামিং ‘আইফোন 13’ সিরিজ লঞ্চ হবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আইফোন 13 সিরিজেও আইফোন 12 সিরিজের মতো নচ দেওয়া হবে। তবে, ফিচারের দিক থেকে আগামী আইফোন বর্তমান আইফোন সিরিজের তুলনায় যথেষ্ট অ্যাডভান্স হবে। এই সিরিজের ফোনে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ProMotion ডিসপ্লে ও আগের চেয়ে শক্তিশালী ক্যামেরা থাকতে পারে। এবার চীনের 3সি সার্টিফিকেশন সাইটে আইফোন 13 সিরিজ লিস্টেড হয়েছে। এই লিস্টিং থেকে আগামী আইফোন সিরিজের ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা গেছে।
লিস্টিং থেকে জানা গেছে, অ্যাপেল শীঘ্রই তাদের আপকামিং আইফোন সিরিজের মাস প্রোডাকশন শুরু করবে। সাইটে এই আগামী সিরিজের ফোনগুলির নাম সম্পর্কে কিছু বলা হয়নি। তবে কানাঘুষো চলছে আগামী আইফোন 13 সিরিজে কোম্পানি iPhone 13 Mini, iPhone 13 এবং iPhone 13 Pro নামের তিনটি ফোন লঞ্চ করা হবে।
iPhone 13 সিরিজের ব্যাটারি
যেহেতু আপকামিং iPhone 13 সিরিজের ফোনে হাই রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে দেওয়া হবে তাই এতে খুব স্বাভাবিক ভাবেই বেশি ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। তবে এখনও পর্যন্ত এই আগামী সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। আমরা মনে করছি খুব তাড়াতাড়ি ফোনগুলির বিভিন্ন ফিচার লিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে।
iPhone 13 সিরিজে দেওয়া হবে Samsung ও LG এর ডিসপ্লে
বেশ কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল ইতিমধ্যে Samsung ও LG আগামী আইফোন 13 সিরিজের জন্য ডিসপ্লে তৈরি করা শুরু করে দিয়েছে। জানা গেছে, স্যামসাং আইফোন 13 সিরিজের জন্য নতুন LTPO ডিসপ্লে টেকনোলজি এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত ProMotion ডিসপ্লে সাপ্লাই করবে। অন্যদিকে এলজি আপকামিং আইফোন 13 ও আইফোন 13 মিনি ফোনের জন্য OLED ডিসপ্লে সরবরাহ করবে। জানিয়ে রাখি স্যামসাং আইফোন 13 প্রো এবং আইফোন 13 প্রো ম্যাক্সের ডিসপ্লে সাপ্লাই করবে।







0 comments:
Post a Comment